Thursday 18th of October 2018 09:17:13 AM
 
  Top News:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহারে দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে----মো:নাসির  |  দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখার ৫টি সহজ উপায়  |  ৫ মিনিটের কম সময়ে এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়  |  Beat Diabetes: 4 Ways to Prevent Type 2 Diabetes  |  নারীদের সফলতার পেছনে রয়েছে এই ৩টি কারণ  |  পাঁচ বদভ্যাসে ক্ষুধা নষ্ট  |  এই খাবারগুলো খালি পেটে খাবেন না  |  রক্তচাপ বেড়ে যাওয়ার এ কারণটি জানেন কি?  |  কম খরচে বিদেশ ভ্রমণে এশিয়ার সেরা ৭  |  শুধু ছেলেরাই নয়, মেয়েদেরকেও দিতে হবে প্রেমের প্রস্তাব   |  উৎকৃষ্ট সব অভ্যাস যাতে মেলে সুখ  |  যে ৪টি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়  |  মেঘদূত - জেবু নজরুল ইসলাম  |  3 Things Not To Say To Your Toddler  |   Men lose their minds speaking to pretty women  |  Lessons From a Marriage  |  চুইং গামে কী রয়েছে জানেন কি?  |  নিজেই তৈরি করে নিন দারুচিনি দিয়ে মাউথ ওয়াশ  |  সুস্থ থাকুন বৃষ্টি-বাদলায়  |  অপ্রত্যাশিত পরিস্থিতি সামলে উঠুন ৪টি উপায়ে  |  
 
 

জেনে নিন, প্রেমে সফল হওয়ার পাঁচ উপায়

June 2, 2016, 2:10 AM, Hits: 597

 

এনজেবিডি নিউজ : “যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাই লেনাদেনা৷”

প্রেমের সংজ্ঞা থাক আর নাই বা থাক, পদ্ধতি জানা ভীষণ দরকার৷ ভালবাসার প্রকৃত পরশেই মেলে প্রেমের অমৃতকুম্ভের সন্ধান৷ এই সন্ধান পেতে হলে মেনে চলতে হবে কয়েকটি নিয়ম৷ তাহলেই প্রেম এসে ধরা দেবে বসুন্ধরার মাঝে৷

১) উত্তম শ্রোতা : প্রেমের ক্ষেত্রে ভাল শ্রোতা হওয়া খুবই আবশ্যক৷ বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে এই নিয়ম সবচেয়ে বেশি প্রযোজ্য৷ যত বেশি কথা শুনবেন, তত বেশি প্রিয়তম হয়ে উঠবেন৷

২) চোখে-চোখে : চোখে-চোখে কথা বলুন, তাহলে মুখে কিছু বলার প্রয়োজনই পড়বে না৷ এক মনের কথা আরেক মনের গভীরতম স্থানে ঠিক পৌঁছে যাবে৷ আর পছন্দের মানুষটি আপনাকে চোখে হারাবে৷

৩) ভরসা :  প্রেমের অতি আবশ্যক নিয়ম৷ ভালবাসা হামেশাই ভরসা খোঁজে৷ একবার যদি সঙ্গীর ভরসা আদায় করা যায়৷ তাহলে আপনিই হয়ে উঠবেন তাঁর একমাত্র আশ্রয়৷

৪) হাসি : চাঁদের একটুখানি হাসিতেই প্রেমের সব বাঁধ ভেঙে যায়৷ সম্পর্কের আকাশে যতই কালো মেঘ জমুক না কেন, এক হাসিতেই সব সমস্যার সমাধান হয়ে যেতে বাধ্য৷

৫) ছোঁয়া : ভালবাসার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়৷ এর মাধ্যমেই হয় ভাল-মন্দের পরিচয়৷ আর এই পরিচয় আপনি ছাড়া আর কেউ উপলব্ধি করতে পারবে না৷

তাই, ভাল করে ভালবাসুন৷ আর নিয়ম করে জীবনকে করে তুলুন প্রেমসুধায় পরিপূর্ণ৷