Thursday 18th of October 2018 10:31:19 AM
 
  Top News:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহারে দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে----মো:নাসির  |  দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখার ৫টি সহজ উপায়  |  ৫ মিনিটের কম সময়ে এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়  |  Beat Diabetes: 4 Ways to Prevent Type 2 Diabetes  |  নারীদের সফলতার পেছনে রয়েছে এই ৩টি কারণ  |  পাঁচ বদভ্যাসে ক্ষুধা নষ্ট  |  এই খাবারগুলো খালি পেটে খাবেন না  |  রক্তচাপ বেড়ে যাওয়ার এ কারণটি জানেন কি?  |  কম খরচে বিদেশ ভ্রমণে এশিয়ার সেরা ৭  |  শুধু ছেলেরাই নয়, মেয়েদেরকেও দিতে হবে প্রেমের প্রস্তাব   |  উৎকৃষ্ট সব অভ্যাস যাতে মেলে সুখ  |  যে ৪টি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়  |  মেঘদূত - জেবু নজরুল ইসলাম  |  3 Things Not To Say To Your Toddler  |   Men lose their minds speaking to pretty women  |  Lessons From a Marriage  |  চুইং গামে কী রয়েছে জানেন কি?  |  নিজেই তৈরি করে নিন দারুচিনি দিয়ে মাউথ ওয়াশ  |  সুস্থ থাকুন বৃষ্টি-বাদলায়  |  অপ্রত্যাশিত পরিস্থিতি সামলে উঠুন ৪টি উপায়ে  |  
 
 

তনুর সুরভীতে - জেবু নজরুল ইসলাম

June 2, 2016, 2:13 AM, Hits: 808

 

তুমি নও স্বপ্নের ফানুস তুমি যে আমারি আকাশ
মুগ্ধতায় ছেয়ে যায় সমস্ত অন্তর শীতের কুয়াশার মতো,
শুধু সুখের অনুভূতি মনের প্রাঙ্গনে এলামেলো করে ভিড়
বুকের নিতল থেকে উঠে আসে কতস্মৃতি কতকথা,
চুমি চুমি দিয়ে য়ায় হৃদয় অধর অমল বাতাস।

তোমাকে ভাবলেই স্বপ্নের আবীরে আবৃত থাকে দুটিচোখ
হৃদয় নিসর্গ তোমার অধিকারে চলে যায় মুহূর্তের ব্যাবধানে
আমি আমাতে থাকিনা তোমার মাঝে হই লীন
তোমার তনুর সুরভীতে থাকি পায়রার মতো মুগ্ধ, উপলব্ধির
ত্রিসীমানায় থাকলে তুমি শ্রাবণ সন্ধ্যার সুখানুভূতিতে ভরে উঠে বুক।