Sunday 23rd of September 2018 07:30:08 PM
 
  Top News:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহারে দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে----মো:নাসির  |  দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখার ৫টি সহজ উপায়  |  ৫ মিনিটের কম সময়ে এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়  |  Beat Diabetes: 4 Ways to Prevent Type 2 Diabetes  |  নারীদের সফলতার পেছনে রয়েছে এই ৩টি কারণ  |  পাঁচ বদভ্যাসে ক্ষুধা নষ্ট  |  এই খাবারগুলো খালি পেটে খাবেন না  |  রক্তচাপ বেড়ে যাওয়ার এ কারণটি জানেন কি?  |  কম খরচে বিদেশ ভ্রমণে এশিয়ার সেরা ৭  |  শুধু ছেলেরাই নয়, মেয়েদেরকেও দিতে হবে প্রেমের প্রস্তাব   |  উৎকৃষ্ট সব অভ্যাস যাতে মেলে সুখ  |  যে ৪টি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়  |  মেঘদূত - জেবু নজরুল ইসলাম  |  3 Things Not To Say To Your Toddler  |   Men lose their minds speaking to pretty women  |  Lessons From a Marriage  |  চুইং গামে কী রয়েছে জানেন কি?  |  নিজেই তৈরি করে নিন দারুচিনি দিয়ে মাউথ ওয়াশ  |  সুস্থ থাকুন বৃষ্টি-বাদলায়  |  অপ্রত্যাশিত পরিস্থিতি সামলে উঠুন ৪টি উপায়ে  |  
 
 

ফরিজা’র বিবাহউত্তোর সংবর্ধনা

June 2, 2016, 2:50 AM, Hits: 829

 

Picture 

হাকিকুল ইসলাম খোকন, মো:নাসির,বাপসনিউজঃ নিউইয়র্ক প্রবাসী ফয়সাল আকবর ও ফৌজিয়া আকবর-এর একমাত্র তনয়া ফরিজা এবং কানেকটিকাট প্রবাসী তথ্য প্রযুক্তিবিদ মোহসিন-এর বিবাহউত্তোর সংবর্ধনা গত ২৯ মে, রবিবার, অপরাহ্ন ১টায় নিউইয়র্কের উডসাইডস্থ গুলশান টেরেস পার্টি হলে অনুষ্টিত হয়। খবর বাপসনিউজ।

উক্ত অনুষ্টানে প্রবাসের বিশিষ্ট ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।