Thursday 18th of October 2018 09:14:21 AM
 
  Top News:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহারে দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে----মো:নাসির  |  দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখার ৫টি সহজ উপায়  |  ৫ মিনিটের কম সময়ে এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়  |  Beat Diabetes: 4 Ways to Prevent Type 2 Diabetes  |  নারীদের সফলতার পেছনে রয়েছে এই ৩টি কারণ  |  পাঁচ বদভ্যাসে ক্ষুধা নষ্ট  |  এই খাবারগুলো খালি পেটে খাবেন না  |  রক্তচাপ বেড়ে যাওয়ার এ কারণটি জানেন কি?  |  কম খরচে বিদেশ ভ্রমণে এশিয়ার সেরা ৭  |  শুধু ছেলেরাই নয়, মেয়েদেরকেও দিতে হবে প্রেমের প্রস্তাব   |  উৎকৃষ্ট সব অভ্যাস যাতে মেলে সুখ  |  যে ৪টি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়  |  মেঘদূত - জেবু নজরুল ইসলাম  |  3 Things Not To Say To Your Toddler  |   Men lose their minds speaking to pretty women  |  Lessons From a Marriage  |  চুইং গামে কী রয়েছে জানেন কি?  |  নিজেই তৈরি করে নিন দারুচিনি দিয়ে মাউথ ওয়াশ  |  সুস্থ থাকুন বৃষ্টি-বাদলায়  |  অপ্রত্যাশিত পরিস্থিতি সামলে উঠুন ৪টি উপায়ে  |  
 
 

মেঘদূত - জেবু নজরুল ইসলাম

June 2, 2016, 11:53 PM, Hits: 893

 

যাও তুমি মেঘদূত আমার প্রিয়ার কাছে
অধীর উম্মনা হৃদয় শ্রাবণের মতো কাঁদে,
পেরিয়ে গেছে কতমাস কতবছর
কোথায় কিভাবে তার দিনগুলো কাটে
বলো গিয়ে পথ চেয়ে আছে তার বিরহী।
ওগো মেঘদূত দেখে আসো আমার প্রিয়ারে
না জানি কত কষ্টে অতিবাহিত হয় তার
শীতের প্রতিটি যামিনী কিংবা সকাল,
কিভাবে ঘুমায় সোনার পালঙ্ক ছাড়া
আমি বিহীন মাটির বিছানায় হিমেল নিশীথে।
ওগো মেঘদূত আমার প্রিয়ারে বলে দিও
এখনো আমি প্রচন্ড ভালবাসি তাকে প্রথম দেখার মতো,
এখনো খুঁজি শরতের রাত্রিতে অসংখ্য তারা আর
নক্ষত্রমন্ডলীর মঝে,
কার্তিকের ঘন কুয়াশায়, খুঁজি তারে প্রকৃতির সবুজে,
কিংবা বসন্তে ফুলের সমারোহে।
শীতের রজনীতে অথবা ফাগুনের মৃদু মন্দ বাতাসে
সবাই যখন ঘুমিয়ে পড়ে
তখনো শুধু আমার দুটিচোখ অতন্দ্রপ্রহরির মতো
জেগে থাকে, অলস নিদ্রা ছুঁয়ে যেতে পারে না কখনো,
পায়চারিতে কাটে সুদীর্ঘ রাত শুধু বিষণœতা শুধু অশ্র“পাত,
বড় একা শুধু একা আমি সময় যে হয়না পার
ওগো মেঘদূত একবার এসে দিয়ে যেতে বলো
আমার প্রিয়ারে একটি স্পর্শ তার।