Sunday 19th of August 2018 03:37:25 AM
 
  Top News:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণহারে দ্বিতীয়, তৃতীয় শ্রেণীর শিক্ষক নিয়োগ দেয়া হচ্ছে----মো:নাসির  |  দীর্ঘমেয়াদি সম্পর্ক টিকিয়ে রাখার ৫টি সহজ উপায়  |  ৫ মিনিটের কম সময়ে এসিডিটির সমস্যা থেকে মুক্তি পাওয়ার উপায়  |  Beat Diabetes: 4 Ways to Prevent Type 2 Diabetes  |  নারীদের সফলতার পেছনে রয়েছে এই ৩টি কারণ  |  পাঁচ বদভ্যাসে ক্ষুধা নষ্ট  |  এই খাবারগুলো খালি পেটে খাবেন না  |  রক্তচাপ বেড়ে যাওয়ার এ কারণটি জানেন কি?  |  কম খরচে বিদেশ ভ্রমণে এশিয়ার সেরা ৭  |  শুধু ছেলেরাই নয়, মেয়েদেরকেও দিতে হবে প্রেমের প্রস্তাব   |  উৎকৃষ্ট সব অভ্যাস যাতে মেলে সুখ  |  যে ৪টি কারণে মানুষ অজ্ঞান হয়ে যায়  |  মেঘদূত - জেবু নজরুল ইসলাম  |  3 Things Not To Say To Your Toddler  |   Men lose their minds speaking to pretty women  |  Lessons From a Marriage  |  চুইং গামে কী রয়েছে জানেন কি?  |  নিজেই তৈরি করে নিন দারুচিনি দিয়ে মাউথ ওয়াশ  |  সুস্থ থাকুন বৃষ্টি-বাদলায়  |  অপ্রত্যাশিত পরিস্থিতি সামলে উঠুন ৪টি উপায়ে  |  
 
 

সাহিত্য

Displaying 41-50 of 473 results.

দুগ্ধশুভ্রচোখে - জেবু নজরুল ইসলাম

দুগ্ধশুভ্রচোখে - জেবু নজরুল ইসলাম

কি এমন মায়া কি এমন মমতা
সুপ্রসন্ন দুটিআঁখির গোপন গভীরে
লুকিয়ে রেখেছো তুমি,
মুগ্ধতায় আবৃত থাকে অন্তর
গোধুলির আবীরের মতো,
স্বপ্নের প্রিয়ার ন্যায় এক প্রচন্ড আকর্ষণ
ঐ দুগ্ধশুভ্রচোখে।
নিশ্চল নিশ্চুপ ঊর্ধ্ব গগনে চেয়ে আছে
স্থির দুটিআঁখি,
উদাস উন্মনা মন
মুক্ত বিহঙ্গের মতো ভেসে চলেছে
নির্জন অসীমে একটু ভালবাসা পেতে।
একাকী বিষণœ মনের নিঃসঙ্গতা
আর মনের আকুতি মেঘহীন
নীলাকাশের মতো স্পষ্ট চোখের মণিতে।
মুখখানা মনে হয় বিকশিত মৃদূল গোলাপ
পলাশ ছুঁয়েছে যেন তৃষিত অধর,
কোমল মাধুরী প্রচ্ছন্ন চিবুক
মন চায় তোমার সবুজে
মিশে হই একাকার। 

গোপন নীলত্বে - জেবু নজরুল ইসলাম

গোপন নীলত্বে - জেবু নজরুল ইসলাম

সুন্দর যেমন ছুঁয়েছে তোমার চোখদুটি
তেমনি ভাবে মাধুরী প্রচ্ছন্ন গোলাপী অধর,
সমৃন গ্রীবা আর মসলিন কাপড়ে ঢাকা
অবারিত সুন্দরের উৎস অরবিন্দ যুগল।
আমি তাপসির ন্যায় থাকি নিমগ্ন
তোমার অরুণিমা লীলাভূমিতে,
একটু একটু করে হই নেশাগ্রস্ত
তোমার কোমল শিশিরের স্পর্শে,
নিমিষে বিলিন হই তোমার দেহের ভাঁজে ভাঁজে
কখনো সোনালি চিল কখনো শুভ্র মেঘ
করি গাহন তোমার স্নিগ্ধ জলপ্রপাতের উষ্ণ জলে।
তোমার নৈসর্গিক সুন্দরের শীতল ছোঁয়ায়
আমি আর আমাতে থাকিনা,
অভিসারে চলে যাই তোমার গোপন নীলত্বে
তখন আমি আর আমায় পাইনা খুঁজে
অনিবার দেখি শুধু তোমাকে,
ধীরে ধীরে হারাতে থাকি
ডুবন্ত...

আকাশের বুক চিরে - জেবু নজরুল ইসলাম

আকাশের বুক চিরে - জেবু নজরুল ইসলাম

আমার তৃষিত বুকে
তোমার হৃদয়ের উষ্ণ স্পর্শ যখন পাই,
সুখের কোমল আবীরে দ্রবীভূত হই আমি,
থাকি শিথিল নীরব, নিস্তব্ধ নিথর,
আঁখিদুটি হয় নিভু নিভু প্রদীপের মতো
হঠাৎ প্রচন্ড ঝড় উঠে শিরায় শিরায়,
ইচ্ছে করে
সুনামির ন্যায় সবকিছু গুঁড়িয়ে দিতে।
বুকের মাঝখানে তোমার দেহের উষ্ণতায়
উঠে সমুদ্রের উথাল-পাতাল ঢেউ
অনুভব করি শিহরিত কম্পন,
তোমার মৃণাল আঙ্গুলের ডগা
যখন আমায় ছুঁয়ে ছূঁয়ে যায়,
শঙ্খ চিলের মতো স্বপ্নিল চেতনার গভীরে আমি
 শুধু সুখের ঠিকানা খুঁজি।
মেঘের আড়াল থেকে বের হওয়া সূর্য যেমন
এনে দেয় প্রশান্তি মনে,
তোমার অধরের এক চিলতে তৃপ্তির হাসি
আমায় দেয় পলকে আনন্দের...

আমেরিকা ভ্রমনের উপর উপন্যাস 'সাগিনো ভ্যালি'

আমেরিকা ভ্রমনের উপর উপন্যাস 'সাগিনো ভ্যালি'

ভ্রমণ উপন্যাস 'ম্যাকেলিনা' দারুনভাবে পাঠক প্রিয় হয়েছে।
উৎসাহের আতিশায্যে তাই লিখে ফেললাম আমেরিকা ভ্রমনের উপর 'সাগিনো ভ্যালি'।
'চালচিত্র' সাহিত্য পত্রিকায় লেখাটি প্রকাশিত হয়েছে।
বই আকারে বের হবে আগামী বইমেলায়।

সুলেখক প্রযুক্তিবিদ মোহাইমেন আমিন উপন্যাসটি রিভিউ করেছেন।
প্রচ্ছদটিও তাঁরই তৈরি। রিভিউকালে এটি ব্যবহার করেছেন তিনি।

উপন্যাসটি পড়ার সুযোগ এখনও অনেক বন্ধুর হয়ে ওঠে নি, তাদের জন্য ফেসবুকে এই ধারাবাহিক পোষ্ট।

আজ ৭ম পর্ব।

সাগিনো ভ্যালি

৭.
পদ্মপাতায় জল

কানাডার টরোন্টো থেকে সপরিবারে চলে এল ছোটবোন শংকরি। হায়দার...

নীহারিকা - জেবু নজরুল ইসলাম

নীহারিকা - জেবু নজরুল ইসলাম

কি মিনতি আছে ঐ চোখের তারায়
মনে হয় চিনি ঐ দুটিচোখ অনাদিকাল
যতই দেখি বুকের ভেতর হাহাকার করে
শুধু একটু ছোঁয়া শুধু একটু উষ্ণতার জন্য
হৃদয় আমার আজ কেবলি হারায়।

ঐ দুটিচোখ যেন সুদূর নীহারিকা
মুগ্ধ হয়ে দেখি অনিন্দিত সুন্দরের গুপ্ত গহিন,
উদ্বেলিত মন, হৃদয় জুড়ে জাগলো মরুর তৃষ্ণা,
স্থির নক্ষত্রের মতো ব্যাকুল বাসনা মেদুর নয়নে
যেন কি কথা বলে যায় নীরবে রাধিকা।

আমার নয়নে কে তুমি জাগালে স্বপ্ন
ছড়িয়ে দিলে ভোরের আলোক রাশ্মি,
মুগ্ধ চোখে প্রশান্তির স্রোতে করি গাহন,
মনে হয় এতো লাবণ্য কখনো দেখিনি
অস্থির চঞ্চল হৃদয় নিয়ে আমি এখন তোমার ধ্যানে মগ্ন। 

একুশে বইমেলার কাব্যগ্রন্থ "দহন কালের কাব্য" পর্যালোচনায়- এম এ মান্নান রিপন

একুশে বইমেলার কাব্যগ্রন্থ "দহন কালের কাব্য" পর্যালোচনায়- এম এ মান্নান রিপন

কবি শফিকুল ইসলামের চিন্তা চেতনা বা দর্শন অনেকটাই এদেশের সাধারণ মানুষদের নিয়ে। যাদের অধিকাংশই মেহনতী শ্রমজীবী। যাদেরকে খেটে খাওয়া, সর্বহারা, সামাজিক বঞ্চিত মানব শ্রেণীকে বুঝায়। তার প্রকাশিত তবুও বৃষ্টি আসুক, মেঘ ভাঙা রোদ্দুর, শ্রাবণ দিনের কাব্য, প্রত্যয়ী যাত্রা- সহ অন্যান্য কাব্যগ্রন্থে এ সম্পর্কে ধারণা আমরা পেয়েছি। কিন্তু আমি অনেকটা বিস্মিত হয়েছি তার দহন কালের কাব্য গ্রন্থটি পড়ে। বইটি পড়তে গিয়ে আমি বারবার আশ্চার্যিত হয়েছি বইটির প্রতিটি কবিতা পড়ে। উৎসর্গ টিকায় ছুঁড়ে দেওয়া হয়েছে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই চিরচেনা অনুপ্রাণিত উৎসাহ-উদ্দীপনার বাণীঃ-
উদয়ের...

গোপন নীলত্বে - জেবু নজরুল ইসলাম

গোপন নীলত্বে - জেবু নজরুল ইসলাম

সুন্দর যেমন ছুঁয়েছে তোমার চোখদুটি
তেমনি ভাবে মাধুরী প্রচ্ছন্ন গোলাপী অধর,
সমৃন গ্রীবা আর মসলিন কাপড়ে ঢাকা
অবারিত সুন্দরের উৎস অরবিন্দ যুগল।
আমি তাপসির ন্যায় থাকি নিমগ্ন
তোমার অরুণিমা লীলাভূমিতে,
একটু একটু করে হই নেশাগ্রস্ত
তোমার কোমল শিশিরের স্পর্শে,
নিমিষে বিলিন হই তোমার দেহের ভাঁজে ভাঁজে
কখনো সোনালি চিল কখনো শুভ্র মেঘ
করি গাহন তোমার স্নিগ্ধ জলপ্রপাতের উষ্ণ জলে।
তোমার নৈসর্গিক সুন্দরের শীতল ছোঁয়ায়
আমি আর আমাতে থাকিনা,
অভিসারে চলে যাই তোমার গোপন নীলত্বে
তখন আমি আর আমায় পাইনা খুঁজে
অনিবার দেখি শুধু তোমাকে,
ধীরে ধীরে হারাতে থাকি
ডুবন্ত...

তনুর সুরভীতে - জেবু নজরুল ইসলাম

তনুর সুরভীতে - জেবু নজরুল ইসলাম

তুমি নও স্বপ্নের ফানুস তুমি যে আমারি আকাশ
মুগ্ধতায় ছেয়ে যায় সমস্ত অন্তর শীতের কুয়াশার মতো,
শুধু সুখের অনুভূতি মনের প্রাঙ্গনে এলামেলো করে ভিড়
বুকের নিতল থেকে উঠে আসে কতস্মৃতি কতকথা,
চুমি চুমি দিয়ে য়ায় হৃদয় অধর অমল বাতাস।

তোমাকে ভাবলেই স্বপ্নের আবীরে আবৃত থাকে দুটিচোখ
হৃদয় নিসর্গ তোমার অধিকারে চলে যায় মুহূর্তের ব্যাবধানে
আমি আমাতে থাকিনা তোমার মাঝে হই লীন
তোমার তনুর সুরভীতে থাকি পায়রার মতো মুগ্ধ, উপলব্ধির
ত্রিসীমানায় থাকলে তুমি শ্রাবণ সন্ধ্যার সুখানুভূতিতে ভরে উঠে বুক। 

হৃদয় কেবলি ফাঁকা - জেবু নজরুল ইসলাম

হৃদয় কেবলি ফাঁকা - জেবু নজরুল ইসলাম

শূণ্য এ বুক পাখি আমার চলে গেছে উড়ে
অজানা গন্তব্যে দিয়েছে পাড়ি দূর বহু দূরে
হৃদয়ে বাজে বেহাগের সুর রাত্রি গভীর হলে
ওরে ফিরে আয় ফিরে আয় তুই আমাদের ছোট্ট নীড়ে।

আমারি কাঁদনে কাঁদে বুলবুল কাঁদে বনেরো লতা
নয়নে জল নেই, নেই ভাষা, নেই মুখে কোন কথা
বুকের ভেতর কেবলি হাহাকার শুধু যে অশ্র“পাত
ওরে প্রিয়া আমার আয় ফিরে ঘরে সহিতে পারি না ব্যথা।

কেন অভিমান করে চলে গেলি তুই আমারে ফেলে একা
এ জনমে আর তোমার আমার হবে না কখনো দেখা
এত ভালবাসি তোরে বুঝি নাই আগে বুঝলাম অবশেষে
তুই ছাড়া আমার কেউ নেই কিছু নেই হৃদয় কেবলি ফাঁকা।

 

আমেরিকা ভ্রমনের উপর 'সাগিনো ভ্যালি'

আমেরিকা ভ্রমনের উপর 'সাগিনো ভ্যালি'

ভ্রমণ উপন্যাস 'ম্যাকেলিনা' দারুনভাবে পাঠক প্রিয় হয়েছে।
উৎসাহের আতিশায্যে তাই লিখে ফেললাম আমেরিকা ভ্রমনের উপর 'সাগিনো ভ্যালি'।
'চালচিত্র' সাহিত্য পত্রিকায় লেখাটি প্রকাশিত হয়েছে।
বই আকারে বের হবে আগামী বইমেলায়।

সুলেখক প্রযুক্তিবিদ মোহাইমেন আমিন উপন্যাসটি রিভিউ করেছেন।
প্রচ্ছদটিও তাঁরই তৈরি। রিভিউকালে এটি ব্যবহার করেছেন তিনি।

উপন্যাসটি পড়ার সুযোগ এখনও অনেক বন্ধুর হয়ে ওঠে নি, তাদের জন্য ফেসবুকে এই ধারাবাহিক পোষ্ট।

আজ ৬ষ্ঠ পর্ব।

সাগিনো ভ্যালি

৬.
ফ্ল্যাগ ড্রেস

আমেরিকায় জাতীয় পতাকা ব্যবহারের কোড আছে কিনা কে জানে!
...